বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

খামেনি: ইরান কখনোই আত্মসমর্পণ করবে না

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৫৭ Time View
ছবি : সংগৃহীত
9

যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশে প্রথম ভাষণ খামেনির: “ইরান কখনো আত্মসমর্পণ করবে না”

যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি জোর দিয়ে বলেছেন, “ইরান কখনো আত্মসমর্পণ করবে না।”

বৃহস্পতিবার (২৬ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খামেনি জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেছিলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। এ মন্তব্যের মাধ্যমে ট্রাম্প স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইরানের পরাজয় ও আত্মসমর্পণেই সন্তুষ্ট হবে।

খামেনি হুঁশিয়ার করে বলেন, “আমাদের জাতি দুর্নিবার। ইরান কখনো মাথা নত করবে না।”

তিনি দাবি করেন, ইরান এই যুদ্ধে বিজয়ী হয়েছে এবং যুক্তরাষ্ট্রের মুখে “একটি শক্ত থাপ্পড়” মেরেছে। তাঁর ভাষায়, “যুক্তরাষ্ট্র এ যুদ্ধে কোনো সাফল্য অর্জন করতে পারেনি।”

খামেনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে, কারণ তারা বিশ্বাস করেছিল ইহুদিবাদী শাসনব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সেই প্রত্যাশাতেই তারা এই সংঘাতে জড়িয়েছে।”

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন জানান। পোস্টে তিনি বলেন, “ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন।” খবরে জানানো হয়, শিগগিরই তিনি জাতির উদ্দেশে একটি ভিডিও বার্তা দেবেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধকালীন সময় খামেনি রাজধানী তেহরানের নিজ বাসভবনে না থেকে নিরাপদ এক বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। যুদ্ধবিরতির আগে থেকে তিনি জনসমক্ষে দেখা দেননি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ এ যুদ্ধের পর ইরানের অভ্যন্তরীণ পরিবেশ অনেক পরিবর্তিত হয়েছে। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে এসে দেশের বর্তমান অবস্থা খামেনির জন্য বড় একটি ধাক্কা হতে পারে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category