যশোরের শার্শায় ছুরিকাঘাতে সবুজ (২২) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ৯ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সোহেল রানা (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান। ঘটনার রাতে সবুজ ও রাজু মাঠে পাহারারত অবস্থায় মাদক বহনকারী সোহেল ও আল আমিনকে থামতে বললে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। সবুজ নিহত হন এবং রাজু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানায়, সোহেল রানাকে ভোরে জামতলা থেকে আটক করা হয়েছে এবং পলাতক আল আমিনকে আটকের চেষ্টা চলছে। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, আটক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ...
9
যশোরের শার্শায় ছুরিকাঘাতে সবুজ (২২) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ৯ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সোহেল রানা (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান। ঘটনার রাতে সবুজ ও রাজু মাঠে পাহারারত অবস্থায় মাদক বহনকারী সোহেল ও আল আমিনকে থামতে বললে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়।
সবুজ নিহত হন এবং রাজু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানায়, সোহেল রানাকে ভোরে জামতলা থেকে আটক করা হয়েছে এবং পলাতক আল আমিনকে আটকের চেষ্টা চলছে।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, আটক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামী আল আমীনকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।