বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

৯৬ ভাগ গার্মেন্টস ঈদ বোনাস দিয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৪৪ Time View
পোশাক কারখানার শ্রমিক। ছবি: সংগৃহীত
4

দেশে তৈরি পোশাক কারখানা ২,০৯২টি, এর মধ্যে ২,০০৮টি কারখানায় ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে মোট ২,০৯২টি পোশাক কারখানার মধ্যে ২,০০৮টি ইতোমধ্যেই শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে। অর্থাৎ, মোট কারখানার প্রায় ৯৬ শতাংশ তাদের শ্রমিকদের বোনাস দিয়েছে। ফলে এখনও ৮৪টি কারখানার বোনাস পরিশোধ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিএমইএ-এর একটি সূত্র বুধবার (৪ জুন) এই তথ্য জানায়।

তথ্য অনুযায়ী, ঢাকা অঞ্চলের ১,৭০১টি এবং চট্টগ্রাম অঞ্চলের ৩০৭টি কারখানা ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন করেছে। উল্লেখ্য, এসব কারখানার জন্য ৩১ মে-এর মধ্যে বোনাস পরিশোধের সময়সীমা নির্ধারিত ছিল। বাকি কারখানাগুলোর বোনাস পরিশোধ প্রক্রিয়া এখনো চলমান।

এছাড়া, মে মাসের বেতন পরিশোধ করেছে ১,২১৮টি কারখানা। তবে এখনো ১২টি কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করতে পারেনি।

এবারও ঈদ উপলক্ষে সব কারখানার ছুটি একসঙ্গে হবে না, কারণ একসঙ্গে ছুটি হলে সড়কে অতিরিক্ত চাপ তৈরি হবে। এজন্য ধাপে ধাপে তিনদিনে কারখানাগুলোতে ছুটি দেওয়া হবে।

৪ জুন ছুটি হয়েছে ৮৬৭টি কারখানায়। এর মধ্যে ঢাকা অঞ্চলের ৭৭০টি এবং চট্টগ্রাম অঞ্চলের ৯৭টি কারখানা রয়েছে। আগামীকাল ৫ জুন ছুটি হবে ১,০৯৮টি কারখানায়—ঢাকা অঞ্চলের ৯০০টি এবং চট্টগ্রাম অঞ্চলের ১৯৮টি। সর্বশেষ ৬ জুন ছুটি পাবে ১২৭টি কারখানা—যার মধ্যে ঢাকায় ৮০টি এবং চট্টগ্রামে ৪৭টি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category