বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

পুলিশের জন্য ১৭২ কোটি টাকা ব্যয়ে গাড়ি কেনা হবে

অনলাইন সংস্করণ
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৯২ Time View
বাংলাদেশ পুলিশের লোগো- সংগৃহীত
8

পুলিশের চলাচলের জন্য যানবাহন সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার ১৭২ কোটি টাকা ব্যয়ে ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি গাড়ির দাম প্রায় ৮৬ লাখ টাকা ধরা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে পুলিশের অপারেশনাল কাজে এসব গাড়ি ডিপিএম (Direct Purchase Method) পদ্ধতিতে কেনা হবে। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ সরবরাহ করবে এই গাড়িগুলো।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, ‘পুলিশের অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে। সেগুলোর সংকট নিরসনে গাড়ি কেনার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকার কাছে পুলিশের জন্য একটি বিশেষ জায়গা বরাদ্দ করা হয়েছে, যেখানে তারা হাউজিং কমপ্লেক্স নির্মাণ করবে।’

এছাড়া বৈঠকে শস্য সংরক্ষণের জন্য সাইলো নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আজ অর্থনৈতিক ও সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির যৌথ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে এলএনজি সরবরাহ অব্যাহত রাখতে আমদানি, শস্য সংরক্ষণের জন্য সাইলো নির্মাণ, পুলিশের জন্য যানবাহন ক্রয় এবং ঢাকার কাছে পুলিশ হাউজিং কমপ্লেক্স নির্মাণ।’

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category