বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

আইএলডিটিএস নীতিমালা টেলিযোগাযোগ খাতকে বিভক্ত করেছে: এমটব

অনলাইন সংস্করণ
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২২৫ Time View
ছবি- সংগৃহীত
12

দেশের টেলিযোগাযোগ খাতে আন্তর্জাতিক লং ডিসট্যান্স টেলিকমিউনিকেশন সার্ভিসেস (আইএলডিটিএস) নীতিমালার কারণে বিভাজন তৈরি হয়েছে এবং এতে অনেক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে—এমন অভিযোগ তুলেছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।

বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমটব জানিয়েছে, এই মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো—যেমন আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্স ও এনটিটিএন—টেলিযোগাযোগ খাতে খুব একটা কার্যকর অবদান রাখছে না। উল্টো, খরচ বাড়িয়ে দিচ্ছে এবং উদ্ভাবনের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক লাইসেন্সিং ব্যবস্থার সংস্কার নীতি ২০২৫’-এর প্রস্তাবিত খসড়াটি নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে যে মতামত প্রকাশিত হয়েছে, তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে এমটব। প্রস্তাবনায় বিদেশি প্রতিষ্ঠান বা মোবাইল অপারেটরদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে—এমন ধারণা পুরোপুরি ভুল।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘বাস্তবে প্রস্তাবিত খসড়ায় মোবাইল অপারেটরদের কোনো বাড়তি সুবিধা দেওয়া হয়নি। বরং, যেসব মোবাইল অপারেটর দেশের আনাচে-কানাচে ডিজিটাল সংযোগ পৌঁছে দিতে সবচেয়ে বেশি কাজ করছে, তাদের ভূমিকাকে খাটো করে কার্যপরিধি আরও সীমিত করা হয়েছে।’

এমটব জানিয়েছে, সীমিত ব্যবসায়িক কাঠামোর কারণে গ্রাহকদের কাছে মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়া মোবাইল অপারেটরদের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০০৭ সালের আইএলডিটিএস নীতিমালার মতো পুরোনো ও অপ্রচলিত কিছু কাঠামোর কারণে দেশের টেলিযোগাযোগ খাত বহু বছর ধরে নিয়ন্ত্রক ও অবকাঠামোগত চ্যালেঞ্জের মুখে রয়েছে। যা এ খাতের সম্ভাবনা বাস্তবায়নে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।’

এমটব জানিয়েছে, সরকার টেলিযোগাযোগ খাতের কাঠামোগত সংস্কারের যে পদক্ষেপ নিয়েছে, তারা তা সম্পূর্ণভাবে সমর্থন করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শুধু শিল্পখাতের উন্নয়ন নয়, জাতীয় স্বার্থেও টেলিযোগাযোগ খাতের কার্যকর সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ খাত ডিজিটাল রূপান্তরের ভিত্তি গড়ে তুলবে, উদ্ভাবনকে ত্বরান্বিত করবে, নাগরিকদের ক্ষমতায়ন করবে এবং সুশাসন নিশ্চিত করতে সহায়ক হবে। ফলে সামগ্রিকভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে।’

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category