মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা

শুল্ক ছাড়াই ভারত থেকে আমদানি করা হলো ৯৫টি মহিষ

বেনাপোল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২০০ Time View
5

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় মহিষের একটি চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। যা শুল্ক ছাড়াই ভারত থেকে আমদানি করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় ভারত থেকে ৫টি ট্রাকে ছোট-বড় মোট ৯৫টি মহিষ বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

এর মধ্যে ৫৫টি বড় এবং ৪০টি বাছুর প্রজননের জন্য। মহিষগুলো ভারতের হরিয়ানা থেকে আমদানি করা হয়েছে।  কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে,,সাভার প্রানি সম্পদ ও  গবেষনা-উন্নয়ন কেন্দ্রের জন্য  মহিষগুলো বাংলাদেশ সরকার আমদানি করেন। 

আমদানিতে সহযোগীতা করেন ঠিকাদার প্রতিষ্ঠান তামাম করপোরেশন। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০  মার্কিন ডলার। কাস্টমস, বন্দর ও  প্রানি সম্পদ অফিসের কার্যক্রম শেষে বন্দর থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় করনোর কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট তৃষা এন্টার প্রাইজ।

কার্যক্রম শেষে মহিষগুলো সাভার  ঢাকা প্রানি সম্পদ গবেষনা কেন্দ্রের উদ্দেশে নেওয়া হবে। শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা বলেন, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাট মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নিয়ে যাওয়া হবে।

বন্দরে আসার পর প্রাথমিকভাবে মহিষগুলোর স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট ভালো পাওয়া গেছে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে সিঅ্যান্ডএফ এজেন্ট তৃষা এন্টার প্রাইজ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে।

পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেয়া হবে। মহিষের আমদানি মূল্য ঘোষণা করা হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার। এসব মহিষ আমদানির জন্য কোনো শুল্ক দিতে হবে না। তবে প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category