বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়, জাতিসংঘের এ বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৪১ Time View
ছবি : সংগ্রহিত
17

অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগকে সমর্থন করার কথা জানিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়—এ বিষয়ে জাতিসংঘের কিছু বলার নেই। বুধবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’-এ তিনি এসব কথা বলেন।

আবাসিক সমন্বয়কারী জানান, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করছে জাতিসংঘ।

গোয়েন লুইস আরও বলেন, ঐক্যমত্য কমিশনের কাজ জটিল হলেও জাতিসংঘ কমিশনের কার্যক্রমে সন্তুষ্ট। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।

সংস্কার নিয়ে তিনি বলেন, নির্বাচন আগে সংস্কার হবে কি না, তা ঠিক করার দায়িত্ব বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দলের। জাতিসংঘ এখানে হস্তক্ষেপ করবে না।

এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক নির্বাচন’ বলতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ বোঝায় না। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণকেই অন্তর্ভুক্তিমূলক বলা হয়। বাংলাদেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

ডিক্যাব টকে তিনি জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস খোলার বিষয়টি চূড়ান্ত হয়েছে, অচিরেই সীমিত পরিসরে তা চালু হবে।

মানবিক করিডোর নিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি ছাড়া এ বিষয়ে জাতিসংঘ কোনো সহায়তা দিতে পারবে না। এখনো এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category