রিপোর্ট বাংলাদেশ~~
২৪ মে ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘টকিং টাইটান্স ৩.০’ অনুষ্ঠিত

৩১

খুলনা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা ‘টকিং টাইটান্স ৩.০’। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৩ ও ২৪ মে দুইদিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৪ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যািলয়ের তিন নম্বর একাডেমিক ভবনের নাটমন্ডপে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, বর্তমানের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথাগত শিক্ষায় নয়, নেতৃত্ব ও তথ্য-প্রযুক্তি দক্ষতার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের কো-কারিকুলা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তরুণদের আত্মপ্রকাশের সুযোগ করে দেয়, যা ভবিষ্যতে তাদের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়— পাবলিক স্পিকিং (বাংলা), পাবলিক স্পিকিং (ইংরেজি) এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। ২৩ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি রাউন্ড এবং আজ ২৪ মে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার তিনটি বিভাগেই বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ।

পাবলিক স্পিকিং (বাংলা) বিভাগে বিচারক ছিলেন বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রুবেল আনসার। পাবলিক স্পিকিং (ইংরেজি) বিভাগের বিচারকের দায়িত্ব পালন করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। প্রেজেন্টেশন বিভাগের বিচারক ছিলেন ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর মোসা. শেহরিশ খান।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিশেষ আকর্ষণ হিসেবে একটি সেশন নেয় জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার, লেখক ও কনটেন্ট নির্মাতা সাদমান সাদিক। সংক্ষিপ্ত সেশন শেষে তিনি বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এতে, পাবলিক স্পিকিং (বাংলা) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা রহমান তুলি এবং রানারআপ হয়েছেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিয়া ইসলাম মিম। পাবলিক স্পিকিং (ইংরেজি) বিভাগে চ্যাম্পিয়ন হন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মালিহা আনজুম এবং রানারআপ হন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা জাহান। প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মোকাররম হোসাইন এবং রানারআপ হয়েছেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাফিয়া ওয়াহিদ নির্ঝর।

আয়োজক রোটার‌্যাক্ট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘টকিং টাইটান্স’ প্রতিযোগিতা প্রতিবছর নিয়মিতভাবে আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ ও নেতৃত্বগুণ অর্জনে এই আয়োজন কার্যকর ভূমিকা রাখছে বলে আয়োজকরা মন্তব্য করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর আজ বিচারের অপেক্ষায় পিতা-মাতা

গোপালগঞ্জে মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির মতবিনিময়

মুকসুদপুরে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জে হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশ্বকাপ সামনে রেখে পরবর্তী করণীয় স্পষ্ট করল বিসিবি

শৈত্যপ্রবাহ ৪৪ জেলায় প্রবাহিত হচ্ছে, চলতে থাকার সম্ভাবনা রয়েছে

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক: এনবিআর চেয়ারম্যান

প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রশ্নফাঁসের গুঞ্জন: অধিদপ্তরের অবস্থান

ইইউ প্রতিনিধি দলের সাথে তারেক রাহমানের বৈঠক, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা

আইসিসি বসছে বিসিবির সঙ্গে বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে

১০

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান অনুষ্ঠান

১১

তারেক রহমানের নিরাপত্তা দলে যুক্ত হলেন আরও তিন সদস্য

১২

স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে

১৩

গোপালগঞ্জ পৌর পার্কে “ভোটের গাড়ি”

১৪

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

১৫

রংপুরে দুধ দিয়ে গোসল ছাড়লেন দল

১৬

নরসিংদীর শিবপুরে এলপিজি গ্যাস সমন্বয়কৃত মূল্যে বিক্রির না করায় ৭ হাজার টাকা জরিমানা

১৭

হাওরে বাঁধকাজে ধীরগতি, হাওর বাঁচাও আন্দোলনের সংবাদ সম্মেলন

১৮

পীরগঞ্জে শীতার্তদের পাশে ইউএনও তাছবীর হোসেন

১৯

বন্ধক রাখা মোবাইল ছাড়ানো নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

২০