পিছিয়ে যাবে বাংলাদেশ, যদি রূপকল্প বাস্তবায়নে সুযোগ নষ্ট হয়: প্রধান উপদেষ্টা
অনলাইন রিপোর্ট
Update Time :
রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
৫৪৭
Time View
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
পিছিয়ে যাবে বাংলাদেশ, যদি রূপকল্প বাস্তবায়নে সুযোগ নষ্ট হয়: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতি গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ পিছিয়ে পড়বে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। রবিবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠনের অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, জাতির এই অগ্রযাত্রায় নৌবাহিনী ও বিমানবাহিনী দক্ষতার সাথে জনগণের পাশে থাকবে। এছাড়া প্রধান উপদেষ্টা বলেন, বিগত সময়ের মতো জনগণ যেন আগামীতেও সহযোগিতা পায়। তিনি এবারের পরিচালনা পর্ষদকে দক্ষ নেতৃত্ব প্রদানের আহ্বান জানান, যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে।
16
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতি গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ পিছিয়ে পড়বে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।
রবিবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠনের অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, জাতির এই অগ্রযাত্রায় নৌবাহিনী ও বিমানবাহিনী দক্ষতার সাথে জনগণের পাশে থাকবে।
এছাড়া প্রধান উপদেষ্টা বলেন, বিগত সময়ের মতো জনগণ যেন আগামীতেও সহযোগিতা পায়। তিনি এবারের পরিচালনা পর্ষদকে দক্ষ নেতৃত্ব প্রদানের আহ্বান জানান, যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।