শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ নামে কোনো বিষয় থাকবে না মির্জা ফখরুল: গণতন্ত্রকে আবারও নাশের ষড়যন্ত্র চলছে মাইকেলের আগমন ঘটছে ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে সব ধরনের অসত্য তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ গোপালগঞ্জ জেলা পুলিশের কিট পরিদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১৪৯ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুনের তাণ্ডবে বিমানবন্দর ও মহাসড়ক বন্ধ ঘোষণা ‘জরুরি প্রয়োজন’ ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ আমার মেয়েকে তারা নৃশংসভাবে হত্যা করেছে সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে নারীর ক্ষমতায়ন ও বৈষয়িক জীবনযাপন বিষয়ক সেমিনার বন্ধুর ছদ্মবেশে অপহরণ, একদিন পর উদ্ধার ১৯ মাসের শিশু রূপা

নড়াইলে ১৫ বছর পর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

মো: নয়ন শেখ, স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৮৬ Time View
44

নড়াইলের লোহাগড়ায় দীর্ঘ ১৫ বছর পর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।

শনিবার (২৬ অক্টোবর) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে উপজেলা বিএনপির ৮৫২ জন কাউন্সিলের মধ্যে ৮০৬ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জনের মধ্যে ৪১৬ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গননা শেষে রাত সাড়ে ৭টায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন। এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ২৮১ ভোট পেয়ে মো: আহাদুজ্জামান বাটু (প্রতিক চশমা) নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্ধি জি এম নজরুল ইসলাম (দোয়াত-কলম) প্রতিক নিয়ে পেয়েছেন ২৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম (ছাতা) প্রতিক নিয়ে ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ টিপু সুলতান আনারস মার্কা নিয়ে ৩৮৬ ভোট পেয়েছেন এবং সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম শিকদার (টিউবওয়েল) প্রতিক নিয়ে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহিদুজ্জামান ওহিদ (সিলিং ফ্যান) পেয়েছেন ২০১ভোট।

এছাড়া পৌর বিএনপির সভাপতি পদে মো: মিলু শরীফ (দোয়াত-কলম) প্রতিক নিয়ে ১৬৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম শাহিন বিপ্লব (চশমা) প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মশিয়ার রহমান সান্টু।

তিনি মোমবাতি প্রতিক নিয়ে ২৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকিদুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ ভোট। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এ সাইফুল্লাহ আল মামুন। মাছ প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ২৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জহির গোলাপফুল প্রতিক নিয়ে পেয়েছেন ১৭৫ ভোট।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category