বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

“ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে হত্যা”

অনলাইন রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩১৯ Time View
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
10

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামী মো. ইয়াসিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি টেম্পু স্টেশন থেকে মেঘনা ধনাগোদা নদী থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত ফেরদৌসী আক্তার আন্না (২৫) উপজেলার গাজীপুর বাগবাড়ি গ্রামের মো. ইয়াসিনের স্ত্রী এবং নবুরকান্দি গ্রামের মৃত আব্দুল আউয়ালের মেয়ে।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মো. ইয়াসিন এবং ফেরদৌসী আক্তারের মধ্যে ভাত রান্নায় দেরি হওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ইয়াসিন তার স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয় এবং গলাটিপে হত্যা করে। পরে লাশ নদীতে ফেলে দেয়। সকালে স্থানীয়রা নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন, যারা পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

নিহতের বড় বোন মনোয়ারা জানিয়েছেন, তার বোনের স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক স্থাপন করেন। এ বিষয়ে ফেরদৌসী জানতে পারলে ইয়াসিন তাকে প্রতিদিন মারধর করতেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৩টার দিকে ইয়াসিন ফোন করে বলেন, ফেরদৌসীকে খুঁজে পাচ্ছে না এবং তাকে তাদের বাড়িতে যেতে বলা হয়। সকালে তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের দরজা তালা দেওয়া। প্রতিবেশীরা জানান, ইয়াসিন তার স্ত্রীকে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখেছে।

ফেরদৌসীর ছেলে মো. আব্দুলাহ জানান, ভাত খাওয়ার সময় বাবার সঙ্গে মারামারি হয়, এরপর বাবাই মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন এবং হত্যা করেন। রাতে মাকে নদীতে ফেলে দেওয়া হয়।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ইয়াসিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category