বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

জামায়াতের নেতাদের সঙ্গে দক্ষিণ কোরিয়ার অ্যাম্বাসেডরের সাক্ষাৎ

অনলাইন রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৫৫৫ Time View
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার অ্যাম্বাসেডর
17

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন রিপাবলিক অব কোরিয়ার অ্যাম্বাসেডর মি. পার্ক ইয়ং সিক এবং ডেপুটি চিফ মিশন মিস ঝিনহি ব্যাক।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় তারা এই পরিদর্শনে যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাত শেষে তারা দেশের জনগণের উদ্দেশে একটি সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের বার্তা প্রেরক মুজিবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়, জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেন, আমরা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছি এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কীভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে আমাদের অভিমত ব্যক্ত করেছি। সম্প্রতি দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘটেছে এবং একটি কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে দেশবাসীর যে লড়াই চলছিল, তা নিয়ে আলোচনা করা হয়েছে। ছাত্র ও যুবসমাজের কোটাবিরোধী আন্দোলনকে দমানোর জন্য সরকার যে কুৎসিত পথ অনুসরণ করেছিল, তা তুলে ধরা হয়।

তিনি আরও বলেন, এই জাতি অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে সাময়িক মুক্তি পেয়েছে। বাংলাদেশকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, জনগণের উন্নতি, নিরাপত্তা ও অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কীভাবে কাজ করা যায় এবং বিশেষভাবে কোরিয়া ও বাংলাদেশের মধ্যে পার্টনারশিপ উন্নত করার বিষয়েও আলোচনা হয়েছে।

সাম্প্রতিক আন্দোলনে আহতদের চিকিৎসায় কোরিয়া প্রজাতন্ত্রের সহযোগিতার বিষয়েও তারা আমাদের আশ্বস্ত করেছেন। কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের সততা ও দক্ষতা দিয়ে আরও কীভাবে অবদান রাখতে পারেন, সে বিষয়ে আলোচনা হয়েছে এবং কোরিয়াতে আরও বেশি সংখ্যায় বাংলাদেশিরা যেতে পারবে, সে ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়েছে।

জামায়াতের আমির বলেন, এ সফরের মাধ্যমে তারা বাংলাদেশের সমাজ ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন।

এই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন— নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category