বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে : আইজিপি

অনলাইন রিপোর্ট
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ Time View
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন আইজিপি মো. ময়নুল ইসলাম।
7

সারাদেশে এবার প্রায় সাড়ে ৩১ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে। এসব মণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মো. ময়নুল ইসলাম। পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা, জেলা, এবং পুলিশ হেডকোয়ার্টারে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় ময়নুল ইসলাম জানান, পূজামণ্ডপের সংখ্যা কম-বেশি হতে পারে, তবে এবার প্রায় সাড়ে ৩১ হাজার মণ্ডপে পূজা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছে। পূজার সময় আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়েছে এবং বোধন থেকে ষষ্ঠী পূজা পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। এছাড়া, সশস্ত্র বাহিনীর সদস্যরাও নিয়োজিত আছেন, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিকটবর্তী অবস্থানে থাকবে। নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না।

তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচারণা বা গুজব রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) সক্রিয় রয়েছে। পূজামণ্ডপের সংখ্যা প্রতিবছর কিছুটা বাড়ে বা কমে, কিন্তু এ বছর ঢাকায় মণ্ডপের সংখ্যা বেড়েছে। যেখানে ঝুঁকি রয়েছে বলে মনে হয়েছে, সেখানে সিসিটিভি স্থাপন করা হয়েছে, যদিও সব জায়গায় এটি করা সম্ভব হয়নি। তবে এতে উদ্বেগের কিছু নেই।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category