বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

“অধরার দুটি সিনেমা মুক্তির প্রতীক্ষায়”

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪৮৬ Time View
"অধরার দুটি সিনেমা মুক্তির প্রতীক্ষায়"
7

চিত্রনায়িকা অধরা খান প্রতি বছরই বড় পর্দায় হাজির হন নতুন সিনেমা নিয়ে। তার অভিনীত ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ এবং ‘সুলতানপুর’ সিনেমা ইতিমধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেছে।

সম্প্রতি তিনি আরও দুটি সিনেমার কাজ শেষ করেছেন। সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ এবং জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’ ছবির শুটিং ও ডাবিং সম্পন্ন করেছেন। অনেকের ধারণা, তিনি বেশিরভাগ সময় দেশের বাইরে কাটান, কিন্তু আসলে দেশে থেকেই তিনি এই সিনেমাগুলোর কাজ শেষ করেছেন।

‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে অধরা বলেন, ‘দখিন দুয়ার’-এ খেয়া চরিত্রে এবং ‘ঋতুকামিনী’-তে কুমকুম চরিত্রে অভিনয় করেছি। দুই পরিচালকই অসাধারণ মেধাবী এবং তাদের আগের কাজগুলো দর্শকের কাছে বেশ সমাদৃত হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি এই দুই সিনেমায়। আমি এই কাজগুলো নিয়ে বেশ আশাবাদী। দুই গুণী পরিচালককে কৃতজ্ঞতা জানাই।’

‘ঋতুকামিনী’ সিনেমায় কাজের অভিজ্ঞতা শেয়ার করে অধরা আরও জানান, ‘সিনেমাটির শুটিং টানা ২০ দিনে শেষ করেছি। আমার বিপরীতে ছিলেন আবদুন নূর সজল। ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার ও রুনা খানও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। দর্শক আমাকে নতুন এক চরিত্রে দেখবেন। গল্পটি খুবই সুন্দর, আশা করি ভালো সাড়া পাব। এই চরিত্রটির জন্য আমাকে দীর্ঘদিন প্রস্তুতি নিতে হয়েছে। চরিত্রটি আমার আগের কাজগুলোর থেকে ভিন্ন, যেখানে আমাকে কম গ্ল্যামারাস দেখানোর চেষ্টা করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘ঋতুকামিনী’ সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে এবং এটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে। তবে ‘দখিন দুয়ার’-এর মুক্তির তারিখ এখনো নিশ্চিত নন তিনি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category