বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তে বিএসএফের সদস্য আটক হয়েছে
অনলাইন ডেস্ক
Update Time :
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
২১৯
Time View
বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তে বিএসএফের সদস্য আটক হয়েছে
বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া, দিনাজপুরের বিরল সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আরেক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি। বিজিবির পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আটক বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস।
4
বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
এছাড়া, দিনাজপুরের বিরল সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আরেক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি। বিজিবির পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আটক বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।