বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

বিটিভির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুবুল আলম

বিনোদন ডেস্ক, আলোতিক জনপদ
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ Time View
12

মো. মাহবুবুল আলমকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, মো. মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বিটিভির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্তাবলী চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর, আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষে বিটিভির মহাপরিচালক ড. জাহাংগীর আলমকে ওএসডি করা হয়। ২০২৩ সালের ৫ জুন ড. জাহাংগীর আলমকে তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকা অবস্থায় বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা।

এদিকে, একইদিনে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে মো. লতিফুল ইসলামকে নিয়োগ দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কবি নজরুল ইনস্টিটিউট আইন অনুযায়ী, তাকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category