মোহাম্মদপুরে দুই যুবককে কোপানো অবস্থায় হত্যা করা হয়েছে
আলেকিত জনপদ ডেস্ক
Update Time :
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
৬৩৫
Time View
মোহাম্মদপুরে দুই যুবককে কোপানো অবস্থায় হত্যা করা হয়েছে
রাজধানীর মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নাসির বিশ্বাস (২২) ও মুন্না (২৩) নামে দুই যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নাসির ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপরদিকে মুন্না সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাসির একজন রাজমিস্ত্রি ছিলেন। আহত মুন্নাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালেই রাখা হয়েছে। আরও পড়ুন...
20
রাজধানীর মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নাসির বিশ্বাস (২২) ও মুন্না (২৩) নামে দুই যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নাসির ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপরদিকে মুন্না সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাসির একজন রাজমিস্ত্রি ছিলেন। আহত মুন্নাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালেই রাখা হয়েছে।