বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সমাধিতে নেতা-কর্মীদের ঢল

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৪৬ Time View
2

মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করেছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে। এরপর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায়। এরপর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে হাজার-হাজার নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ মানুষের অংশগ্রহণে শোক শোভাযাত্রা বের হয়।

এরপর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের সামনের স্থায়ী মঞ্চে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এবং পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে কালোপতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতি বেদীতে ফুলে ফুলে ভরে ওঠে। শ্রদ্ধায় আর ভালোবাসায় তারা বঙ্গবন্ধুকে স্মরণ করেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স চত্বরের স্থায়ী মঞ্চে জেলা আওয়ামী লীগের আয়োজনে শোকসভার আয়োজন করা হয়। এতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দলীয় নেতাকর্মীদের শোককে শক্তিতে রূপান্তর করার আহ্বান জানান তারা। এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category