শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

চীনে চালু হলো বিশ্বের প্রথম এআই হাসপাতাল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আলোতিক জনপদ
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৪৫৬ Time View
ছবি : গ্লোবাল টাইমস
40

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত হাসপাতাল চালু হয়েছে চীনে। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘এজেন্ট হাসপাতাল’ নামে এআই চালিত নতুন এ ভার্চুয়াল হাসপাতাল চালু করেছেন।

ভার্চুয়াল এ হাসপাতালটিতে ১৪ জন এআই ডাক্তারের পাশাপাশি চারজন এআই নার্সও রয়েছেন। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

গবেষকদের মতে, এআই চিকিৎসকরা কয়েক দিনেই ১০ হাজার রোগীকে চিকিৎসা সেবা দিতে সক্ষম। তবে এই চিকিৎসা সেবা দিতে মানব চিকিৎসকদের সময় লাগবে কমপক্ষে দুই বছর।

 

চীনে চালু হলো বিশ্বের প্রথম এআই হাসপাতাল

এআই ডাক্তাররা মার্কিন মেডিক্যাল লাইসেন্সিং পরীক্ষার মেডকিউএ ডেটাসেটে ৯৩ দশমিক শূন্য ৬ শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তার ভিত্তিতে গবেষকরা দাবি করছেন, এআই ডাক্তাররা চিকিৎসা সম্পর্কিত প্রশ্নগুলো বোঝার এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে পারদর্শী। ফলে এরা রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে তাদের সম্ভাব্য কার্যকারিতা প্রমাণ করেছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category