আন্তজার্তিক পর্যায়ে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের স্বর্ণ জয়
খন্দকার ছদরুজ্জামান, নড়াইলথ
Update Time :
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
৩৮১
Time View
আন্তজার্তিক পর্যায়ে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের স্বর্ণ জয়
ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত 7th Kartini Archery Championship-2024 এ বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব দ্বিতীয় দিন শেষে ৩টি (গোল্ড), ৩টি (সিলভার) ও ২টি (ব্রোঞ্জ)সহ সর্বমোট ০৮টি পদক অর্জন করেছে। বাংলাদেশ পুলিশ আর্চারি দল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, ফিলিপাইন সহ আরো কয়েকটি দেশের মোট ১৫ থেকে ২০ টি ক্লাব কে হারিয়ে এই সাফল্য অর্জন করে। এই সাফল্য পুরো বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর মুখ উজ্জ্বল করেছে।
11
ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত 7th Kartini Archery Championship-2024 এ বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব দ্বিতীয় দিন শেষে ৩টি (গোল্ড), ৩টি (সিলভার) ও ২টি (ব্রোঞ্জ)সহ সর্বমোট ০৮টি পদক অর্জন করেছে।
বাংলাদেশ পুলিশ আর্চারি দল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, ফিলিপাইন সহ আরো কয়েকটি দেশের মোট ১৫ থেকে ২০ টি ক্লাব কে হারিয়ে এই সাফল্য অর্জন করে। এই সাফল্য পুরো বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর মুখ উজ্জ্বল করেছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।