বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

সাদিপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৬৩৫ Time View
2

ফরিদপুর জেলা সদরের সাদিপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত শুক্রবার (১২ এপ্রিল) সাদিপুর উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সাদীপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাজমুল হক তালুকদার এর সভাপতিত্বে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এতে যোগদেন ১৯৮১ সাল থেকে পড়াশোনা করা প্রাক্তন ছাত্র ছাত্রী ও পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র মাশরিয়া তাইয়েবা, নাজমা আক্তার ডলি( প্রধান শিক্ষিকা আলিয়াবাদ সরকরী প্রাথমিক বিদ্যালয়), মোঃ হসিবুল হাসান( সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর, ফরিদপুর), মোঃ শাম্মী আহমেদ( ঢাকায় কর্মরত), মোঃ জাহিদুর রহমান( প্রকৌশলী জেলা পরিষদ,বরগুনা), মোঃ মাইনুল হাসান( সহকারী প্রধান শিক্ষক, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়), মোঃ জাকির হোসেন মিয়া, প্রকৌশলী স্হানীয় সরকার বিভাগ পিরোজপুর), মোঃ লুৎফর রহমান( অবঃপ্রধান শিক্ষক, হরিরামপুর উবি) মোঃ শফিকুর রহমান ভূইয়া ( কাস্টমস অফিসার, ঢাকা), মোঃ ফরহাদ হোসেন ( এ এস আই ডিবি,গোপলগন্জ), মোঃ আমজাদ ভুইয়া ( বিশিষ্ট ব্যবসায়ী), মোঃ ইবাদত হোসেন ভুইয়া( চার্টাড এ্যাকাউন্টেড) মোঃ মনিরুজ্জামান, সদস্য মানেজিং কমিটি,মোঃ শাহী ন খান ( কর্মসংস্হান ব্যাংক এর অফিসার) মোঃ আঃ সামাদ শেখ( সাবেক সভাপতি সাউবি), মোহম্মাদ আলী মৃধা( অস্ট্রেলিয়া প্রবাসী) আরও অনেকে। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেমিট্যান্স যোদ্ধা ও প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ, ফরিদপুর এর সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শারমিন আক্তার লিজা, সুজন সরদার।

বিভিন্ন ইভেন্ট পরিচালনায় ছিলেন আলম তালুকাদার,মঈনুল ইসলাম মঈন মৃধা,কাঞ্চন রায়,মোঃমাইনুল হাসান,আঃআউয়াল মিয়া,আশিকুর রহমান, নাজিমুদ্দিন ফকির,আজমল হুদা নাসির,শহীদুল ইসলাম,খসরু মৃধা। আপ্যায়নের দায়িত্বে প্রধান ছিল ফরহাদ হোসেন মৃধা।

অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক জনাব খলিলুর রহমান ভূইয়া, সাবেক শিক্ষক শওকক হোসেন ( বর্তমানে প্রধান শিক্ষক সাজেদা পৌর বালিকা উবি) সহ আরও গন্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ও বিদ্যালয় সুহৃদ মরহুম আওয়াল হোসেন স্মরণ করা হয় বিশেষ ভাবে। বিকেলে স্কুলের মাঠে লাল ও নীল দলের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১-১ গোলে খেলা ড্র হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাক্তন ছাত্র ও ছাত্রীরা হারিয়ে গিয়েছিলেন শৈশব ও কৈশোরে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category