গাইবান্ধার পলাশবাড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
মো: রবিউল ইসলাম , গাইবান্ধা
Update Time :
শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
২৮১
Time View
গাইবান্ধার পলাশবাড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা পরিষদ ভাইস চেয়ার ম্যান রফিকুল ইসলাম ,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদার রহমান মাসুদসহ অনেকে। এসময় , জনপ্রতিনিধিগন,গণমাধ্যম কর্মীসহ খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মালিক ও অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
4
স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা পরিষদ ভাইস চেয়ার ম্যান রফিকুল ইসলাম ,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদার রহমান মাসুদসহ অনেকে। এসময় , জনপ্রতিনিধিগন,গণমাধ্যম কর্মীসহ খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মালিক ও অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।