সাপ্তাহিক হাট বুধবারে হাজার হাজার মানুষ এবং অন্যান্য সকল দিনে বাজারঘাট করতে রামপাল থেকে আসা শত শত মানুষ দাকোপের চালনাবাজারে আসে কিন্তু এদের রামপালের কাপাশডাংগা ও চালনার নলোপাড়া দুই পারেই উঠানামার কোন ঘাট না থাকায় হাটু কাদা ভেংগে যাত্রীদের অতিকষ্টে খেয়া নৌকায উঠতে হয়। এ যুগে এসে এমন দুরাবস্থার কথা চিন্তা করা সত্যিই কষ্টকর,দুঃখজনক। আন্তঃজেলা ও আন্তঃউপজেলার এ ঘাটে উঠানামার পাঁকা ঘাট নির্মানের দাবী জানিয়েছেন কাপাসডাংগা রামপালের হাজার হাজার ভুক্তভোগি মানুষ।
2
সাপ্তাহিক হাট বুধবারে হাজার হাজার মানুষ এবং অন্যান্য সকল দিনে বাজারঘাট করতে রামপাল থেকে আসা শত
শত মানুষ দাকোপের চালনাবাজারে আসে কিন্তু এদের রামপালের কাপাশডাংগা ও চালনার নলোপাড়া দুই পারেই উঠানামার কোন ঘাট না থাকায় হাটু কাদা ভেংগে যাত্রীদের অতিকষ্টে খেয়া নৌকায উঠতে হয়। এ যুগে এসে এমন দুরাবস্থার কথা চিন্তা করা সত্যিই কষ্টকর,দুঃখজনক। আন্তঃজেলা ও আন্তঃউপজেলার এ ঘাটে উঠানামার পাঁকা ঘাট নির্মানের দাবী জানিয়েছেন কাপাসডাংগা রামপালের হাজার হাজার ভুক্তভোগি মানুষ।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।