বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

সঞ্চালকের অশালীন মন্তব্য, যে কাণ্ড করলেন গায়িকা

বিনোদন ডেস্ক, আলোতিক জনপদ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৫ Time View
শাজিয়া মঞ্জুর ও শেরি নানহা
8

পাকিস্তানের জনপ্রিয় গায়িকা শাজিয়া মঞ্জুর। সম্প্রতি দেশটির একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে এসে বিব্রতকর পরিস্থতিতে পড়েন এই গায়িকা। শুধু তাই নয়, ক্ষুব্ধ হয়ে রীতিমতো সঞ্চালককে চড় মেরে বসেন তিনি।

 

জানা গেছে, ‘পাবলিক ডিমান্ড’ শোতে অতিথি হিসেবে হাজির হয়ে এমন কাণ্ড ঘটান মঞ্জুর। অনুষ্ঠানে লাইভ শো চলাকালীন অশালীন মন্তব্যের মাধ্যমে সীমা অতিক্রম করেন কৌতুক অভিনেতা এবং সহ-উপস্থাপক শেরি নানহা। এতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মঞ্জুর।

 

অনুষ্ঠানের এক পর্যায় ঠাট্টা করে গায়িকাকে নানহা জিজ্ঞেস করেন— মঞ্জুর, বিয়ের পর আমি আপনাকে সরাসরি মন্টে কার্লোতে হানিমুনে নিয়ে যাব। আপনি কীভাবে যেতে চান?

 

এমন কথা শুনেই ক্ষুব্ধ হন মঞ্জুর। নিজের আসন থেকে উঠে গিয়ে সঞ্চালকের গালে চড় মেরে বসেন তিনি। শুরু হয় প্রবল তর্কবিতর্ক। এই ক্ষোভ ধীরে ধীরে ঝগড়ার পরিণত হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করতে থাকেন এই গায়িকা। সেই সঙ্গে নানহাকে তার এই ধরনের মন্তব্যের জন্য উপদেশও দেন তিনি।

এরপর রেগে গিয়ে মঞ্জুর বলেন, গতবারও আপনি এই রকম আচরণ করেছিলেন এবং সেটা হাস্যকর হিসাবেই নিয়েছিলাম আমি। সেসময় এটা ধামাচাপা দিয়েছিলাম। কিন্তু এবার আমি সিরিয়াস। আপনি কেন এভাবে নারীদের সঙ্গে কথা বলেন?

 

আয়োজকদের হস্তক্ষেপ না হওয়া পর্যন্ত বাড়তে থাকে দুজনের তর্কবিতর্ক। বিষয়টা একদমই ভালোভাবে নেননি মঞ্জুর। ভবিষ্যতে নানহাকে এই ধরনের বিরত থাকার বিষয়টিও কঠোরভাবে স্মরণ করিয়ে দেন। এরপর স্টুডিও থেকে বেরিয়ে যান এই গায়িকা। এমনকি ওই শোতে ফিরে যেতেও অনিচ্ছা প্রকাশ করেন তিনি।

 

প্রসঙ্গত, পাকিস্তানি সংগীত জগতের বিখ্যাত একজন ব্যক্তিত্ব মঞ্জুর। ব্লকবাস্টার চলচ্চিত্রগুলোর জন্য প্লেব্যাক গায়িকা হিসাবে কিংবদন্তির মর্যাদা অর্জন করেছেন তিনি। তার সুরেলা কণ্ঠ মুগ্ধ করেছে দর্শক-শ্রোতাদের। ‘বাতিয়ান বুঝাকে রাখ দি’, ‘চ্যায়েন মেরে মাখনা’ এবং ‘বাল্লে বাল্লে’র মতো গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন মঞ্জুর।

 

সূত্র : এই সময়

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category