চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগে হাসান বাবু নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সেই সাথে চুরি যাওয়া ৫ টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় প্রেস ব্রিফিং এ গ্রেফতারকৃত যুবক হাসান বাবুকে গনমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান জানান, একটি সংঘবদ্ধ চোরচক্র বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিলো, তাদেরই একজন হাসান বাবু। তাকে গ্রেফতারের পর তার স্বিকারোক্তি অনুসারে জেলার বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৫ টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়েছে।
2
চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগে হাসান বাবু নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সেই সাথে চুরি যাওয়া ৫ টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় প্রেস ব্রিফিং এ গ্রেফতারকৃত যুবক হাসান বাবুকে গনমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান জানান, একটি সংঘবদ্ধ চোরচক্র বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিলো, তাদেরই একজন হাসান বাবু। তাকে গ্রেফতারের পর তার স্বিকারোক্তি অনুসারে জেলার বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৫ টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়েছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।