বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

বইমেলায় ৫ প্রকাশনা প্রতিষ্ঠানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৯ Time View
2

অমর একুশে বইমেলায় নীতিমালা না মানায় পাঁচ (০৫) প্রকাশনা প্রতিষ্ঠানকে শোকজ করেছে মেলা পরিচালনা কমিটি।

মঙ্গলবার এ চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম।

এর আগে গত শনিবার মেলার টাস্ক ফোর্স পরিদর্শনে গিয়ে এসব প্রতিষ্ঠানে আইএসবিএন ছাড়া পাইরেটেড বই খুঁজে পায়। পরে টাস্ক ফোর্স এসব প্রতিষ্ঠানের ব্যাপারে তাদের পর্যবেক্ষণ জানায় মেলা কমিটিকে। তার ভিত্তিতেই মঙ্গলবার কমিটি শোকজ দেয়।

নিয়ম ভঙ্গ করা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- গাজী প্রকাশন (স্টল ৩৭৪-৩৭৫), বঙ্গজ প্রকাশন, (স্টল ৪০৭), কুঁড়েঘর প্রকাশনী (স্টল ৪০৩-৪০৪), তৃপ্তি প্রকাশ কুঠির (স্টল ৩৭৬-৩৭৭), বাতিঘর প্রকাশনী (৪৫৫-৪৫৬)।

টাস্ক ফোর্স কমিটির আহ্বায়ক হাসান কবীর বলেন, আমরা পরিদর্শনে গিয়ে কিছু প্রকাশনীর স্টলে নীতিমালা ভঙ্গ হয় এমন তথ্য নিশ্চিত হই। আইএসবিএন ছাড়া বই পেয়ে সেগুলো জব্দ করি। কয়েকটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করে আসি। আমরা সেই পর্যবেক্ষণ লিখিত আকারে মেলা কমিটিকে জানিয়েছি।

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, টাস্ক ফোর্সের পর্যবেক্ষণ আমলে নিয়ে আমরা ৫টি প্রতিষ্ঠানকে কারণ জানাতে চিঠি দিয়েছি। তাদেরকে তিন দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে। জবাব যদি সন্তোষজনক না হয়, তবে মেলা কমিটি তাদের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category