বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

গোপালগঞ্জে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত – ৬

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৮৯ Time View
8

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের খাগড়াডাঙ্গা গ্রামের প্রতিবেশীদের সাথে জমি সংক্রান্তে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাফর খন্দকারের স্ত্রী চিকনা বেগম, সোহেল খন্দকারের স্ত্রী তহুফা ইসলাম, জুয়েল খন্দকারের স্ত্রী রিংকু মনি সহ শিশু সাহারিন ছোয়া (১০) ও সিনথিয়া হাসান (০৭) গুরুতর আহত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৯ টার দিকে এড. রবিউল খন্দকার ও তাঁর সহযোগীদের অতর্কিত হামলায় গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী চিকনা বেগম সহ সকলকে গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে চিকনা বেগমের অবস্থার অবনতি হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। বাকিদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে গেলে জুয়েল খন্দকার নামক এক ভুক্তভোগী বলেন, খাগড়াডাঙ্গা গ্রামের শামছুল হক খন্দকারের ছেলে এড. রবিউল ইসলাম খন্দকার ওরফে রাসেল (গোপালগঞ্জ জজ আদালত) ও গোপালগঞ্জ সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত তার বোন সালেহা বেগম সিনিয়র নার্স উভয়েই তাদের ক্ষমতা দাপট দেখিয়ে এলাকার নিরীহ লোকজনের ওপর অত্যাচার করে আসছে বহু দিন যাবৎ। এলাকার লোকজন তাদের পরিবারের অত্যাচারে অতিষ্ট হয়ে হাসপাতালে আসলে সালেহা বেগমের প্রভাবে হাসপাতালে সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অপরদিকে, তাদের বিরুদ্ধে মামলা দিতে গেলে গোপালগঞ্জ আদালতে এড. রবিউল খন্দকারের প্রভাবে হার মেনে মুখ বুঝে চলে যেতে হয় ভুক্তভোগীদের।

প্রতিপক্ষের হামলার ঘটনায় গুরুতর আহত চিকনা বেগমের স্বজনেরা গণমাধ্যমকে বলেন, এর আগেও ওরা চিকনা বেগমকে মেরে তার হাত ভেঙ্গে দিয়েছিলো। সে হাসপাতালে ভর্তি হলেও সালেহা বেগমের ক্ষমতার দাপটে কোন সুফল পাই নাই। বরঞ্চ আমাদেরকে মারধর করার পরে তার ভাই রবিউল উকিল হওয়ার সুবাদে আদালতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেল খাটিয়েছে। গতকাল শনিবার (২৭ জানুয়ারি) ছালেহার ভাই এড. রবিউল খন্দকার ফের চিকনা বেগমের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর ভাবে আহত করে। সে তাকে বারবার বলে আমি তোর বড়। আমাকে মারিস না। তারপরেও সে চিকনা বেগমের বুকের ওপর উঠে তাকে ইচ্ছামতো মেরেছে। আমরা এই পাষান্ডদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এছাড়া তারা নিজেরা ব্লেড দিয়ে কেটে দুপুর বেলা হাসপাতালে ভর্তি হয়ে মিথ্যা সার্টিফিকেট নিয়ে আমাদের বিরুদ্ধে আবার মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে।

এবিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীর স্বজনেরা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category