চাঁপাইনবাবগঞ্জে ৪১ টি ককটেল উদ্ধার করে নিষ্কাশন করলো র্যাব
সেলিম খান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Update Time :
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
৩৫০
Time View
চাঁপাইনবাবগঞ্জে ৪১ টি ককটেল উদ্ধার করে নিষ্কাশন করলো র্যাব
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪১ টি ককটেল উদ্ধার করেছে র্যাব। শুক্রবার রাত ৮টার দিকে লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় নির্মাধীন পরিত্যাক্ত ভবনে ০৭টি বালতিতে ককটেল সদৃশ বস্তুর সন্ধান পায়, পরে এলাকাটি ঘিরে রাখে। শনিবার সকালে র্যাবের বোমা নিষ্ক্রিয় দল এসে ঘিরে রাখা পরিত্যাক্ত বাড়ি থেকে ককটেল উদ্ধারের পর, তা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। ঘটনাস্থলে প্রেস ব্রিফিং এ র্যাব-৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস জানান, আতঙ্ক ছড়াতে অতি সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন কমিশনের অফিসসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কেউ কোন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতংক...
3
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪১ টি ককটেল উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার রাত ৮টার দিকে লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় নির্মাধীন পরিত্যাক্ত ভবনে ০৭টি বালতিতে ককটেল সদৃশ বস্তুর সন্ধান পায়, পরে এলাকাটি ঘিরে রাখে। শনিবার সকালে র্যাবের বোমা নিষ্ক্রিয় দল এসে ঘিরে রাখা পরিত্যাক্ত বাড়ি থেকে ককটেল উদ্ধারের পর, তা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।
ঘটনাস্থলে প্রেস ব্রিফিং এ র্যাব-৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস জানান, আতঙ্ক ছড়াতে অতি সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন কমিশনের অফিসসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কেউ কোন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতংক তৈরী করতে না পারে সে লক্ষ্য কাজ করছে র্যাব।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।