বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

মোঃ জামিল হায়দার (জনি) নাটোর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮১ Time View
10

নাটোরের নলডাঙ্গায় আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি মাষ্টার কী ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নলডাঙ্গা থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এরআগে শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় পুলিশের একটি চৌকস টীমের সমন্বয়ে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেক পোষ্ট বসিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-জেলার নলডাঙ্গা উপজেলার হলুদঘর গ্রামের মোঃ সাইদুল ইসলাম কাজীর ছেলে মোঃ আবির ইসলাম (আবিদ) ও রবিউল (১৯) ও রুহুল আমীন (১৮), একই গ্রামের রাজু আহমেদের ছেলে শাকিল আহম্মেদ জীম (১৯) ও বগুড়ার আদমদিঘী উপজেলার মালসন গ্রামের মোস্তফার ছেলে মোঃ মোতালেব (২১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামীদের স্থায়ী ঠিকানায় খোঁজ খবর নিয়ে জানা যায়, তারা আন্ত:জেলা মোরসাইকেল চোর চক্রের সদস্য। সংশ্লিষ্ট খানায় খোঁজ নিয়ে চোর চক্রের এক সদস্যের নামে একাধিক চুরি মামলা তথ্য পাওয়া যায়।

আটককৃত চোর চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে জানায় যে, তারা নাটোর জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় একাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত রয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের জনৈক মোঃ আসাদুজ্জামান তার ব্যবহৃত ১৫০ সিসি লাল-কালো রংয়ের পালসার মোটরসাইকেলটি (রেজিঃ নং-নাটোর-ল-১১-৭৮১১) নলডাঙ্গা থানাধীন দুর্লভপুর গ্রামস্থ বীরকুৎসা স্টেশন মসজিদের পশ্চিমে নাটোর -নওগাঁ গামী পাকা রাস্তার পশ্চিম পাশে রেখে ট্রাক্টর দ্বারা পার্শবর্তী মাঠের জমিতে চাষ করতে থাকেন।

এসময় তারা ওই মোটরসাইকেলটি একটি মাষ্টার কী দ্বারা কৌশলে লক ভেঙ্গে চুরি করার চেষ্টা করলে গাড়ির মালিক মাঠ থেকে তা দেখতে পান। এ অবস্থায় তিনি চিৎকার শুরু করলে চোর চক্রটি দ্রুত সেখান থেকে নলডাঙ্গা বাজার অভিমুখে পালিয়ে যায়। এসময় তিনি থানা পুলিশকে অবগত করলে চক্রটিকে আটক করার জন্য পুলিশি অভিযান শুরু হয়। পরে ওই তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ চোর চক্রটিকে আটক করার জন্য নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকশ টীমের সমন্বয়ে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেক পোষ্ট বসানো হয়।

একই সঙ্গে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এছাড়া চোরাই কাজে ব্যবহৃত একটি মাষ্টার কী ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে মোঃ আবির ইসলামের (আবিদ) নামে জয়পুরহাট, আদমদীঘি থানায় একাধিক চুরি মামলা রয়েছে। ওসি বলেন, জিজ্ঞাসাবাদ ও মামলা রুজু শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category