বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

রাজৈরে নেশা করে বন্ধুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রক্ত পান বন্ধু শশাংক গ্রেফতার

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫০ Time View
2
মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জের ধরে নেশা খেয়ে বন্ধু সুশান্ত বেপারীকে (৩২) ডেকে এনে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে রক্ত পান করেছে বন্ধু শশাংক মন্ডল (৩২)।
শনিবার দুপুরে উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সেনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে । মুমুর্ষ অবস্থায় সুশান্ত বেপারীকে উদ্ধার প্রথমে রাজৈর ও পরে অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শশাংক মন্ডলকে গ্রেফতার করে রোববার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সেনদিয়া গ্রামের নিবারন মন্ডলের ছেলে ও বর্তমান ইউপি সদস্য প্রদীপ মন্ডলের ছোট ভাই রুপার অলংকার ব্যবসায়ী শশাংক মন্ডল দীর্ঘদিন যাবত নেশা করে আসছে ।
শনিবার দুপুরে পূর্ব শত্রুার জের ধরে শশাংক ফের নেশা করে পাশাপাশি বাড়ি তার বন্ধু মৃত জগিন্দ বেপারীর ছেলে রুপার অলংকার ব্যবসায়ী সুশান্ত বেপারীকে ডেকে এনে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে । পরে ওই স্থানে বসে শুশান্ত বেপারীর শরীর থেকে ঝড়া রক্ত খায় । এসময় এলাকায় আতংক ছড়িয়ে পরে ।
শশাংক মন্ডলের হাতে থাকা ধারালো অস্ত্র ও হাতুড়ির ভয়ে কেউ এগিয়ে যেতে সাহস পায়নি । এসময় এলাকার অনেক লোক জড়ো হয়ে তাকে আটক করে । পরে তারই বড় ভাই বর্তমান ইউপি সদস্য প্রদীপ মন্ডল পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় । রাতে মামলা হওয়ার পর গ্রেফতার দেখিয়ে শশাংককে রোববার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করে ।
গুরুতর আহত সুশান্ত বেপারীর বৌদি সন্ধ্যা বেপারী জানায়, আমার দেবর সুশান্তকে ডেকে নিয়ে তারই বন্ধু নেশাখোর শশাংক এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করেছে । আমি এর বিচার চাই ।
অভিযুক্ত শশাংক মন্ডলের বৌদি অঞ্জনা মন্ডল জানায়, আমার দেবর অনেক দিন যাবত নেশা করে । সেই সুশান্তকে কুপিয়েছে ।
রাজৈর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার জানান, অভিযুক্ত শশাংককে গ্রেফতার করে রোববার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category