বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

আশুলিয়ায় জুয়ারুদের মুলহুতা শাহ আলম গং গ্রেফতার

শাহাদাৎ হোসেন সরকার, আশুলিয়া
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৫ Time View
2

আশুলিয়ার চাঁদাবাজদের মূল হোতা জুয়ারু শাহ আলম গং কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় টাকা পয়সা একাধিক মোবাইল সেট সহ জুয়া খেলা সরঞ্জাম।

শুক্রবার রাত দুই ঘটিকার সময় আশুলিয়া থানার উপ-পরিদর্শক চৌকস অফিসার আবুল হাসানসহ তার টিম গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে বগাবাড়ি থেকে তাদের আটক করেন।

জানা যায় শাহ আলম গং আশুলিয়া এলাকায় দীর্ঘদিন যাবত নিষিদ্ধ শপিং পলির ব্যবসা, কেরাম বোর্ড জুয়া, কলায় ফরমালিন দিয়ে কলা পাকানোর ব্যবসা, ভাঙ্গারী দোকান, জুয়ার আসর ও নারী দিয়ে পতিতা ব্যবসাসহ বিভিন্ন স্থান থেকে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করার কথা বলে টাকা ইনকামের জন্য গড়ে তুলেছে অপরাধের স্বর্গরাজ্য।

শাহ আলম আশুলিয়া থানার পাশে বাড়ি হওয়ায় সরকারি আইনের তোয়াক্কা না করে থানার নাম ভাঙিয়ে বিভিন্ন ভাঙ্গারি দোকান কলার দোকান, নিষিদ্ধ শপিং পলির দোকান, কেরাম বোর্ড এর দোকান, সহ জুয়া খেলা ও পতিতাদের কাজ থেকে মাসিক বা দৈনিক হারে বাণিজ্য করে হাতির নিচে লাখ লাখ টাকা এমনটাই বলছেন স্থানীয় একাধিক দোকানদার।

এবিষয়ে আশুলিয়া থানার বাইপাইল, বলিভদ্র, জামগড়া, কাটগড়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে জানা যায় শাহ আলম দীর্ঘদিন যাবত আশুলিয়া থানার নামে চাঁদা বাজি করছেন,এবং প্রকাশ্য লটারি নামক জুয়ার আসর বসিয়ে করছেন ব্যবসা।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করেন আটককৃতরা হলেন ১। নুর মোহাম্মদ আরজু (৩২), পিতা-মোঃ মোবারক আলী, মাতা-সাজেদা বেগম, সাং-উত্তর হোগলা, থানা-কাউখালী, জেলা- পিরোজপুর, বর্তমান সাং-বাইপাইল নতুনপাড়া নিলুফা ভিলার ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা,

২। মোঃ শাহ আলম (২৬), পিতা-মোঃ শহীদ, মাতা-রাশেদা বেগম, সাং-লালপুর, থানা ও জেলা-চাঁদপুর, বর্তমান সাং-ভাদাইল তাজুর বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা,

৩। মোঃ ফরহাদ (৩৮), পিতা-মোঃ আঃ রশিদ ভূঁইয়া, মাতা-খবিরুন, সাং-খাঁ কান্দা নাজিরপুর, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর, বর্তমান সাং-বাইপাইল নাতুনপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা,

৪। মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা-মৃত শাহজাহান, মাতা-জহুরা খাতুন, সাং-হাতকুড়া, থানা-ধামরাই, জেলা-ঢাকা, বর্তমান সাং-বাইপাইল নতুনপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা,

৫। মোঃ কাইয়ুম (৪৭), পিতা-আজগড় আলী দেওয়ান, মাতা-রিজিয়া খাতুন, সাং-জিরাবো দেওয়ানপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category