বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

গোপালগঞ্জে দুই মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ৩০

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৯ Time View
2

গোপালগঞ্জেআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মারাত্মক আহত ১৯ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহতরা হলেন, আলিম মোল্লার সমর্থক হাফিজুর মোল্লা, বদরুল দাড়িয়া, রফিক দাড়িয়া, নূর দাড়িয়া, কদরুল দাড়িয়া, ইমদাদুল মোল্লা, আজমির মোল্লা, খায়রুল মোল্লা, আইয়ূব মোল্লা, সাহেব আলি মোল্লা, সোহেল মোল্লা।

মিটু মোল্লার সমর্থক, জায়েদ মোল্লা, বাবু মোল্লা, ছোবাহান মোল্লা, নুর আলি, বাবলু মোল্লা, কুদ্দুস মুন্সি, আব্বাস মোল্লা ও রাকিব মোল্লা। ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, পূ্র্বের একটি সালিশে জরিমানা করাকে কেন্দ্র করে বোড়াশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার সেকেন্দার মোল্লা ও ৬ নং ওয়ার্ডের মেম্বার মিটু মোল্লার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

এরজের ধরে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মারাত্মক আহত ১৯ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category