নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার-১
খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি
Update Time :
বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
৬৯৫
Time View
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার-১
৫ ডিসেম্বর দিবাগত রাতে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের মামলায় ০২(দুই) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ১০,০০০ টাকা জরিমানাপ্রাপ্ত আসামি শাহিন মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। আসামি শাহিন মোল্যা নড়াইল জেলার সদর থানার ফুলশ্বর গ্রামের নূর জামাল মোল্যার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই(নিঃ) আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
4
৫ ডিসেম্বর দিবাগত রাতে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের মামলায় ০২(দুই) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ১০,০০০ টাকা জরিমানাপ্রাপ্ত আসামি শাহিন মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ।
আসামি শাহিন মোল্যা নড়াইল জেলার সদর থানার ফুলশ্বর গ্রামের নূর জামাল মোল্যার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই(নিঃ) আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।
আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।