বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

নাটোর সিংড়া পৌরসভার গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল গাড়ী

 মোঃ বেলায়েত হোসেন বাবু ( নাটোর ) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৩ Time View
8

নাটোরের সিংড়া পৌরসভার গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে ১২ টা গাড়ী পুড়ে গেছে। রবিবার রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে Pajero Sports জিপ সহ ১১টা চলো গাড়ি পুড়ছে পৌরসভার কর্মরত নৈশ্যপ্রহরি দেখার পর চেঁচামেচি শুরু করে তা শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং মডেল মসজিদ হতে মাইকিং করা হয়, পরে ফ্যায়ার সার্ভিসে ফোন করা হয়েছিল।

কিছুক্ষণ পর তথা আনুমানিক ৪:৩০ মিনিটের সময় ফ্যায়ার সার্ভিসের লোকজন এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গ্যারেজে থাকা জিপ সহ ১১ টা চলো গাড়ী পুড়ে যায়।

সকালে আগ্নিকাণ্ডের ঘটনা বিস্তারিত জানতে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (সচিব)জবাব আব্দুল মতিন বলেন প্রতি দিনের মত গত রাতেও গ্যারেজে গাড়ীগুলো ছিল কিন্তু ঐ গ্যারেজে চলো গাড়ির বেটারি চার্জ দেওয়া হত সম্ভবত ওখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও বলেন এই অগ্নিকাণ্ডে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category