টাঙ্গাইলের মির্জাপুরের উর্য়াশীতে ভেকু বসিয়ে কাটা হচ্ছে মাটি।মাটি ব্যবসায়ী দেউলীপাড়া এলাকার বাবু খানের ছেলে স্বপন মিয়া। সরজমিনে গিয়ে দেখা যায় মাটি কাটার দৃশ্য।মাটি ব্যবসায়ী স্বপনের সাথে সাক্ষাৎ হলে সাংবাদিকদের তিনি বলেন,সিআইডি-তে তার ভাই রয়েছে সেই প্রভাব খাটিয়ে মাটি কাটেন তিনি।মাটি ব্যবসায়ী স্বপন আরো বলেন,সিআইডি-তে আমার ভাই আছে কিছুই করতে পারবেন না নিউজ করে আপনারা।এছাড়া মাটি কাটার অনুমোদনও নেওয়া আছে প্রশাসন থেকে। মাটি কাটার অনুমোদনের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাসুদুর রহমান সাথে কথা হলে তিনি বলেন,মাটি কাটার বিষয়ে মির্জাপুরের কোথাও অনুমোদন দেওয়া হয়নি।প্রশাসনের প্রভাব খাটিয়ে যদি কেউ মাটি কাটে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
12
টাঙ্গাইলের মির্জাপুরের উর্য়াশীতে ভেকু বসিয়ে কাটা হচ্ছে মাটি।মাটি ব্যবসায়ী দেউলীপাড়া এলাকার বাবু খানের ছেলে স্বপন মিয়া।
সরজমিনে গিয়ে দেখা যায় মাটি কাটার দৃশ্য।মাটি ব্যবসায়ী স্বপনের সাথে সাক্ষাৎ হলে সাংবাদিকদের তিনি বলেন,সিআইডি-তে তার ভাই রয়েছে সেই প্রভাব খাটিয়ে মাটি কাটেন তিনি।মাটি ব্যবসায়ী স্বপন আরো বলেন,সিআইডি-তে আমার ভাই আছে কিছুই করতে পারবেন না নিউজ করে আপনারা।এছাড়া মাটি কাটার অনুমোদনও নেওয়া আছে প্রশাসন থেকে।
মাটি কাটার অনুমোদনের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাসুদুর রহমান সাথে কথা হলে তিনি বলেন,মাটি কাটার বিষয়ে মির্জাপুরের কোথাও অনুমোদন দেওয়া হয়নি।প্রশাসনের প্রভাব খাটিয়ে যদি কেউ মাটি কাটে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।