বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

শিল্পকলা একাডেমীর উদ্যোগে আইইউবিতে পালা নাটক ‘দেওয়ানা মদিনা’ মঞ্চস্থ

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪৭৮ Time View
2

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়েছে মনসুর বয়াতি রচিত পালা নাটক দেওয়ানা মদিনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আইইউবি থিয়েটার নাটকটি মঞ্চস্থ করেছে। নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম সাগর ও সহয়তা করেছেন সাইফুল ইসলাম।

শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় দেশের ৬৪টি জেলা ও ১৪টি বিশ্ববিদ্যালয়-কলেজে ‘চিরায়ত বাংলা নাটক মঞ্চায়ন’ কর্মসূচির অংশ হিসেবে আইইউবিতে নাটকটি মঞ্চায়ান করা হয়। নাটকটি ওই পরিকল্পনার ৩য় সফল মঞ্চায়ণ ও আইইউবি থিয়েটারের ২১তম প্রযোজনা।

নাটকটি উপস্থিত থেকে উপভোগ করেছেন আইইউবি-এর উপাচার্য তানভীর হাসান, শিল্পকলা একাডেমীর উপপরিচালক অলি আহমদ মুকুল, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আল জাবির, আইইউবি থিয়েটারের সমন্বয়ক মমতাজ পারভীন মুমু ও আইইউবি এর শিক্ষার্থীবৃন্দ।

মনসুর বয়াতি রচিত দেওয়ানা মদিনা পালাটি ময়মনসিংহ-গীতিকা সংগ্রহের অন্যতম শেষ্ঠ গীতিকা হিসেবে সমাদৃত। বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের পুত্র আলাল ও দুলালের বিচিত্র জীবনিকাহন এবং দুলাল ও গৃহস্থ মদিনার প্রেমকাহিনি এই পালার বিষয়বস্তু।

নাটকটিতে অংশ নিয়েছে আইইউবির নাট্যকর্মী শিক্ষার্থীবৃন্দ। এতে অভিনয় করেছেন আনিকা বুশরা শশী, মো: বাসিতুল্লাহ খান, মো: তৌহিদুল ইসলাম অংকুর, সানজিদা আক্তার মীম, আশরাফুল করিম চৌধুরী, মুবাল্লিক হক মৃধা (আবিদ), সৌহার্দ্য পাল, আব্দুল্লাহ আল মাহিন সিয়াম, সামিয়া রেজা মাইশা, আনিকা ফাইরোজ, মো: সৌমিক উদ্দিন মাহি, মোছা: সাদিয়া আফরিন অর্না, মুবাশশির আল জামী সিয়াম। এছাড়াও সংগীত সহযোগিতায় ছিল ভিনস ব্যান্ড, জাহিদ হাসান, স্লাঘা অধিকারী, শরীফ মোহাম্মদ শাহজালাল পরান, এস এম শাকিল আমিন ও আইইউবি মিউজিক ক্লাব।

নির্দেশকের অসাধারণ পরিকল্পনা ও আইইউবি থিয়েটারের সদ্যদের প্রাণবন্ত অভিনয় নাটকটিকে অনন্য রুপ দিয়েছে যা উপস্থিত দর্শকদের মন জয় করেছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category