বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

মাদারীপুর জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, শিক্ষকসহ আহত ৩

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৭৫ Time View
2

মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা চালিয়ে এক শিক্ষক ও নারীসহ তিনজনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মঙ্গলবার তারা মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহতরা হলেন, বাজিতপুর গ্রামের সূর্য মিয়া শিকদারের স্ত্রী রোকেয়া বেগম (৬৫) তার ছেলে শিক্ষক সুমন শিকদার (৩৫) ও মেয়ের জামাই আলমাছ মোল্লা। আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) রাত আটটার দিকে শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজার সংলগ্ন বাজিতপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে সোমবার রাতে মামলা হয়।
অভিযুকরা হলেন, ওই ইউনিয়নের মৃর্জারচর সিপাই কন্দি গ্রামের নজরুল মোল্লা (৪৫), তায়েব মোল্লা (২৮), আফজাল মাদবর (৪৪), বাজিতপুর গ্রামের আকাশ শিকদার (৩০), সাগর শিকদার (৪৩), তারা মিয়া শিকদার (৫০) ও রাশেদ শিকাদর (২৮)
অভিযোগ ও ভূক্তভোগী সুত্রে জানা যায়, কয়েকদিন আগে জমিজমা সংক্রান্ত বিষয়ে মাদারীপুর আদালতে রোকেয়া বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার করাকে কেন্দ্র করে আসামীগন ক্ষিপ্ত হয়ে রবিবার রাতে বাদীর বাড়িতে প্রবেশ করে তাদের হাতে থাকা লোহার রড, ছেনদা, ভ্যানের চেইন, কাঠের চলা ইত্যাদি নিয়ে হামলা করে।এসময় রোকেয়া বেগম, তার ছেলে স্কুল শিক্ষক সুমন শিকদার (৩৫) ও মেয়ের জামাই আলমাছ মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক যখম করে।এসময় তাদের বাড়িতে থাকা স্বর্নালংকার,নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ও একটি ল্যাপটপ নিয়ে যায়। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
সোমবার রাতে দিকে আহত সুমন শিকদার বাদী হয়ে শিবচর থানায় একটি একটি অভিযোগ দায়ের করেন।
সুমন শিকদার বলেন, আমি একটি হাই স্কুলের শিক্ষক। আমাকেসহ আমার পরিবারের উপর হামলায় আমার মা ও ভগ্নিপতি আহত হয়েছি। তারা আমার মাসহ আমাদের আহত করেছে। কুপিয়েছে, পিটিয়েছে।আমি থানায় অভিযোগ করেছি।ঘটনাটি তদন্ত করে এর বিচার চাই।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন,এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করছি। একজনকে গ্রেফতার করা হয়েছে। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category