আজকের রাশিফল ১৬ অক্টোবর ২০২৩: আজ দ্বিতীয়া তিথিতে তৈরি হয়েছে লক্ষ্মী যোগ, মাটি ছুঁয়ে সোনা ফলাবেন ৩ রাশির জাতক! 
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																		অনলাইন ডেস্ক																
								
								
                                    
                                    
                                        
                                                
											Update Time : 
																						সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩																																			 
											
												
												
												
							
											 
											  
																																			১২০২																				   
																						Time View  
											 
												
												 
										 									
				
                                         
                                                                      
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 							
							 
                     
                    
                        
              
          
              
          
              
             আজকের রাশিফল ১৬ অক্টোবর ২০২৩: আজ দ্বিতীয়া তিথিতে তৈরি হয়েছে লক্ষ্মী যোগ, মাটি ছুঁয়ে সোনা ফলাবেন ৩ রাশির জাতক! 
             আজকের রাশিফল সোমবার ১৬ অক্টোবর (Horoscope Today) চন্দ্র তুলা রাশিতে সঞ্চার করবে। এখানে আগে থেকেই গ্রহের সেনাপতি উপস্থিত। চন্দ্র ও মঙ্গলের যুতির ফলে এখানে তৈরি হয়েছে লক্ষ্মী যোগ। আবার আজ স্বাতি নক্ষত্র ও প্রীতি যোগের শুভ সংযোগ বর্তমান। আজ শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয়া তিথি। এর ফলে আজকের দিনটি নানান দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সপ্তাহের প্রথম দিনে তৈরি হওয়া এই লক্ষ্মী যোগ কোন কোন রাশির জাতকদের জন্য শুভ, তা বিস্তারিত জেনে নিন এখানে। আজকের মেষ রাশিফল মেষ রাশির জাতকরা আজকের দিনটি সুখ-শান্তিতে কাটাবেন। তবে আপনার মনে ঈর্ষা থাকবে, যার ফলে অন্যের কাজে ভুল বের করবেন ও তাঁদের সঙ্গে আপনার বিবাদ বাঁধতে...
          
             23 
         
                  
              
                  
              
                  
              
                 
              
                  
              
              
          
              
          
              
          আজকের রাশিফল সোমবার ১৬ অক্টোবর (Horoscope Today) চন্দ্র তুলা রাশিতে সঞ্চার করবে। এখানে আগে থেকেই গ্রহের সেনাপতি উপস্থিত। চন্দ্র ও মঙ্গলের যুতির ফলে এখানে তৈরি হয়েছে লক্ষ্মী যোগ। আবার আজ স্বাতি নক্ষত্র ও প্রীতি যোগের শুভ সংযোগ বর্তমান। আজ শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয়া তিথি। এর ফলে আজকের দিনটি নানান দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সপ্তাহের প্রথম দিনে তৈরি হওয়া এই লক্ষ্মী যোগ কোন কোন রাশির জাতকদের জন্য শুভ, তা বিস্তারিত জেনে নিন এখানে।
আজকের মেষ রাশিফল 
মেষ রাশির জাতকরা আজকের দিনটি সুখ-শান্তিতে কাটাবেন। 
তবে আপনার মনে ঈর্ষা থাকবে, যার ফলে অন্যের কাজে ভুল বের করবেন ও তাঁদের সঙ্গে আপনার বিবাদ বাঁধতে পারে। 
কাজ ও ব্যবসায় দুপুর পর্যন্ত যে পরিশ্রম করবেন, সন্ধ্যার পর তার ফলাফল পাবেন।\ 
আকস্মিক সুসংবাদে উৎসাহিত হয়ে পড়বেন। 
আধিকারিকরা আপনার ওপর সন্দেহ করতে পারে, সতর্ক থাকুন। 
সরকারি কাজে বিলম্ব করে তা দীর্ঘায়িত হতে পারে। 
প্রেম সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। 
ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সাদা রেশ্মী বস্ত্র দান করুন। 
 
আজকের বৃষ রাশিফল 
বৃষ রাশির জাতকরা স্বাস্থ্যের যত্ন নিন। 
আকস্মিক দুর্ঘটনা বা অন্য কারণে শারীরিক কষ্ট হতে পারে। হাত-পায়ে দুর্বলতা থাকবে, যে কারণে দৈনন্দিন কাজ প্রভাবিত হবে। 
ব্যবসায়িক কাজে অধিক পরিশ্রম করতে হবে, তবে দেরিতে লাভ অর্জন করবেন। 
আর্থিক দিক দিয়ে দিন ভালো, তাই অপ্রত্যাশিত ব্যয় আপনাকে বিচলিত করবে না। 
৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শনির দর্শন ও তেল নিবেদন করুন 
 
আজকের মিথুন রাশিফল 
মিথুন রাশির জাতকদের দুপুরের পর কোনও কাজে অসুবিধা হবে না। ব্যবসায়ে ভালো ভাবে কাজ চলবে। 
পুরনো ভুল আপনাকে সঠিক পথ দেকাবে। 
ঋণের টাকা ফিরে পেতে পারেন। 
সরকারি বা পৈতৃক কাজ পুরো করার চেষ্টা করুন, লাভ হবে। 
বাড়ির বড়দের সঙ্গে মতভেদ হতে পারে। 
বাড়ি ছাড়া সব স্থানে প্রশংসা লাভ করবেন। 
মহিলাদের স্বভাবে জেদ বাড়বে। 
ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অসহায়দের সাহায্য করুন। 
 
আজকের কর্কট রাশিফল 
কর্কট রাশির জাতকরা অনিচ্ছা সত্ত্বেও বিবাদে জড়াবেন। 
অসুস্থতার কারণে অফিসের কাজে সমস্যা দেখা দিতে পারে। বুকে সংক্রমণ হতে পারে। 
দায়িত্বপূরণ করতে না-পারায় বয়স্করা ক্ষুব্ধ হবেন। 
আকস্মিক অর্থ লাভ সম্ভব। 
মহিলারা তাড়াহুড়োয় ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে চিন্তিত থাকবেন। 
আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সরস্বতীর পুজো করুন। 
 
 
আজকের সিংহ রাশিফল 
সিংহ রাশির জাতকরা ধৈর্য ধরলে প্রত্যাশার চেয়ে বেশি লাভ অর্জন করতে পারবেন। 
সব কাজ ধীর গতিতে হবে। যার ফলে সমালোচনার শিকার হবেন। 
আয়ের চেয়ে বেশি ব্যয় হবে। 
লোকদেখানো স্বভাবের জন্য পরিবারের সুখ-সুবিধায় ব্যয় করবেন। পরবর্তীকালে আর্থিক সমস্যায় জড়াতে পারেন। 
পারিবারিক শান্তি ভঙ্গ হবে। 
মহিলাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, তবে আলস্যের কারণে তা প্রদর্শিত করতে পারবেন না। 
৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন। 
 
আজকের কন্যা রাশিফল 
কন্যা রাশির জাতকরা নিজেদের অন্যান্যদের তুলনায় শ্রেষ্ঠ মনে করবেন। 
আপনার মর্জিমাফিক ব্যবহারের কারণে আশপাশের ব্যক্তিদের অসুবিধা হবে। অনাবশ্যক বিবাদ এড়িয়ে যান। 
অন্যেরা আপনার সঠিক কথাকেও ভুল প্রমাণিত করে বিবাদ সৃষ্টি করবেন। 
যে কাজ করার চিন্তা করবেন তাতে কোনও না-কোনও বাধা আসায় চিন্তিত থাকবেন। 
আর্থিক লেনদেনে স্পষ্টতা রাখুন, যা করার পাকাপাকি করুন। 
অপ্রত্যাশিত যাত্রা করতে পারেন এই রাশির জাতক। 
ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। কৃষ্ণের পুজো করুন। 
 
আজকের তুলা রাশিফল 
তুলা রাশির জাতকরা আজ যে কাজ করবেন, তাতে আজ না কাল অবশ্যই লাভ হবে। 
নতুন কাজ বা ব্যবসা শুরু করা শুভ। 
অসম্পূর্ণ কাজ পূর্ণ করতে বিলম্ব করবেন না। লোকসান হতে পারে। 
ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন। 
বাড়িতে কোনও না-কোনও কারণে অধিক দৌড়ঝাপ করতে হবে। 
মহিলারা অতিরিক্ত কাজের চাপে পড়ে বিরক্ত হয়ে উঠবেন। 
অযথা তর্কে জড়াবেন না। 
সরকারি কাজে জটিলতা বাড়বে, তাই এমন কাজ আজ বাতিল করে দিন। 
মহিলারা প্রচুর ব্যয় করবেন। 
ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন। 
 
আজকের বৃশ্চিক রাশিফল 
বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি মিশ্র ফলদায়ী। 
আলস্যের কারণে দিনের শুরুতে কাজে বিলম্ব হবে। 
কঠিন পরিশ্রমের পর কাজে সাফল্য অর্জন করতে পারবেন।\ 
মহিলাদের বাড়ির কাজে অধিক দৌড়ঝাপ করতে হবে। সকলে তাঁদের ত্রুটি বের করবেন। 
ব্যবসায়ে সামান্য অপেক্ষার পর আর্থিক লাভ সম্ভব। 
অতিরিক্ত ব্যয়ের কারণে অর্থাভাব দেখা দেবে। 
আজ ৬০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। উমার পুজো করুন। 
 
আজকের ধনু রাশিফল 
ধনু রাশির জাতকদের মন প্রসন্ন থাকবে। 
গাফিলতির কারণে কলহ হবে। 
নিজের প্রতিশ্রুতি পূরণ না-করায় ব্যবসা ও পরিবারে বিবাদ বাঁধতে পারে। 
কাজের চেয়ে বেশি আনন্দকে গুরুত্ব দিলে লোকসান হতে পারে। 
মনের মধ্যে আর্থিক পরিকল্পনা চলতে থাকবে। 
বর্জিত কাজের মাধ্যমে শীঘ্র অর্থ উপার্জনের চেষ্টা করবেন, কিন্তু সাফল্য লাভে সন্দেহ থেকে যাবে। 
ভাগ্য ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন। 
 
আজকের মকর রাশিফল 
মকর রাশির জাতকরা ভালো ভাবে চিন্তাভাবনা করে সমস্ত কাজ করবেন। তবে সেই কাজ সফল হতে দেরি হবে, এমনকি লোকসানও সম্ভব। 
ঠিক-ভুল বিচার করার ক্ষমতা থাকা সত্ত্বেও অনৈতিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। 
কোনও কথায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানাবেন না, এর ফলে পরিবেশ নষ্ট হবে। 
ছোটখাটো কথায় আঘাত পেত পারেন। 
মহিলারা অতি আত্মবিশ্বাসী থাকবেন। এর ফলে অপমানিতও হতে পারেন। 
ভাগ্য আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। ব্রাহ্মণদের দান দিন। 
 
আজকের কুম্ভ রাশিফল 
কুম্ভ রাশির জাতকরা সামাজিক ক্ষেত্রে সম্মানিত হবেন। 
ভুল বোঝাবুঝির কারণে পারিবারিক পরিবেশ নষ্ট হবে। তবে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। 
ব্যবসায়ীরা অংশীদারের সঙ্গে পুরনো বিবাদ ভুলে নতুন ভাবে কাজ শুরু করুন। 
সহকর্মীরা আপনার ব্যবহারে তুষ্ট থাকবেন। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ পূর্ণ করতে পারবেন। 
দুপুর নাগাদ কোনও সুসংবাদ পাওয়ায় মন প্রসন্ন হবে। 
ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। ক্ষুধার্তদের খাবার খাওয়ান। 
 
আজকের মীন রাশিফল 
মীন রাশির জাতকদের ধন-ধান্যে বৃদ্ধি হবে। 
পেশাগত ও পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। 
শেয়ার ও অন্যান্য ঝুঁকিপূর্ণ প্রকল্পে লগ্নি করলে চটজলদি ফল পাবেন। 
বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। 
মহিলারা পারিবারিক প্রয়োজনীয়তার বিশেষ যত্ন নিন, তা না-হলে কলহ হতে পারে। 
আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। চন্দনের তিলক করুন। 
 
                     
					
					
					
				
					
										
                    
                        
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। 
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
				
					   					 
			 				
				
					
									
                    
                       More News Of This Category