না ফেরার দেশে চলে গেলেন নড়াইলের সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার
খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি
Update Time :
রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
৩৯১
Time View
না ফেরার দেশে চলে গেলেন নড়াইলের সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার
নড়াইলের সিনিয়র সাংবাদিক সাথী তালুুকদার (৬২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক সাথী তালুকদার দৈনিক জনতা, দৈনিক নওয়াপাড়াসহ বিভিন্ন জাতীয় দৈনিকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। সাথী তালুুকদারের ছেলে অয়ন জানান, বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দিনগত রাত সাড়ে ৮টার দিকে তার বাবা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। ওই রাতে তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তিনি মারা যান। রোববার বেলা ১১টায় নামাজে জানাযা শেষে তাকে শহরের আলাদাতপুরস্থ নড়াইল পৌর...
11
নড়াইলের সিনিয়র সাংবাদিক সাথী তালুুকদার (৬২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক সাথী তালুকদার দৈনিক জনতা, দৈনিক নওয়াপাড়াসহ বিভিন্ন জাতীয় দৈনিকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।
সাথী তালুুকদারের ছেলে অয়ন জানান, বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দিনগত রাত সাড়ে ৮টার দিকে তার বাবা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। ওই রাতে তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তিনি মারা যান। রোববার বেলা ১১টায় নামাজে জানাযা শেষে তাকে শহরের আলাদাতপুরস্থ নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হবে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।