
উপজেলা প্রশাসন মাদারগঞ্জ, জামালপুর এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৭) ২০২৩ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব- ১৭), ২০২৩ এর আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আমেনা খাতুন, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ , ইউনিয়ন পরিষদ এর চেয়ারমেনবৃন্দ, সভাপতি মাদারগঞ্জ প্রেসক্লাব, বীরমুক্তিযোদ্ধাসহ প্রমুখ।
এ সময় লটারির মাধ্যমে ৭ টি ইউনিয়নের মধ্যকার ফুটবল ম্যাচ নির্ধারণ করা হয়। বালিজুড়ি ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ১৩, ১৪, ১৫ জুন খেলা অনুষ্ঠিত হবে এবং ১৬ই জুন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

তারিকুল ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি 

















