সাভারের ভাকুর্তা ইউনিয়নে আজ ২২ শে মে সোমবার দুপুরে শ্যামলাসী কলাতিয়া পাড়ার তুরাগ নদীর গুদারা ঘাট এলাকায় ভেসে আসা অজ্ঞাতনামা আনুমানিক ২৮ বছরের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেন সাভার থানা পুলিশ।
স্থানীয়রা বলছে, দুপুরে তুরাগ নদীতে রশি দিয়ে পেচানো অজ্ঞাত ভেসে আসা এক অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায়। তাৎক্ষণিক ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বছিলা নৌ পুলিশকে খবর দিলে তারাও ঘটনাস্থলে পৌছে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এবিষয়ে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই আসওয়াদুর রহমান বলেন, দুর্বৃত্তরা কি কারণে তাকে হত্যা করেছে তদন্ত করা হচ্ছে ও তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ইদানিং সাভার আশুলিয়া গত সপ্তাহে চার দিনে বিভিন্ন অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রীতি সময় এক কলেজ ছাত্র ও অজ্ঞাত এক নারী খুনহয়। এছাড়াও গত চার দিনে অন্যান্য তিনটি ঘটনায় আরও তিন জনের মৃতদেহ উদ্ধার করে সাভার আশুলিয়া থানা পুলিশ।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত