বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

কালকিনিতে মামলা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা, নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন

কালকিনি প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২৭২ Time View
মাদারীপুরের কালকিনিতে মামলা ও মাটরসাইকেল মহড়া নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে করে ওই এলাকার সাধারন জনগনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে খবর পেয়ে
3

মাদারীপুরের কালকিনিতে মামলা ও মাটরসাইকেল মহড়া নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে করে ওই এলাকার সাধারন জনগনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। উপজেলার আলীনগর এলাকার চর লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার( ১১মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ। পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার আলীনগর এলাকার চর লক্ষীপুর গ্রামের বাসুদেবের বাড়ির মন্দিরের একটি মুর্তি গত মার্চ মাসের ১১ তারিখ দিবাগত রাতে কে বা কাহারা ভেঙ্গে ফেলে। এই ঘটনায় বাসুদেব বাদী হয়ে ১৫ মার্চ কালকিনি থানায় অজ্ঞাতনামা আমামী করে একটি অভিযোগ দায়ের করেন। পরে ঐ ঘটনায় থানা পুলিশ একই এলাকার সাব্বির ও রাসেদ নামে দুইজন ব্যক্তিকে আটক করে জেল হাজতে প্রেরন করেন।

পরে ঐ আসামীরা জামিনে বেরিয়ে তাদের লোকজন নিয়ে এলাকায় মোটরসাইকেল মহড়া দেন। একদিকে মামলা অন্যদিকে মোটরসাইকেল মহড়া। এই দুইটি ঘটনা নিয়ে এখন উভয় পক্ষের লোকজনের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফলে ঐ এলাকার সাধারন জনগনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়।

অভিযোগকারী বাসুদেব বলেন, আমার বাড়ির মন্দিরের একটি মুর্তি রাতে কেবা কাহারা ভেঙ্গে ফেলে। পরে আমি অজ্ঞাতনামা আমামী করে থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে থানা পুলিশ সাব্বির ও রাসেদ নামে দুইজন ব্যক্তিকে আটক করে জেল হাজতে প্রেরন করেন। পরে ওই আসামীরা জামিনে বেরিয়ে তাদের লোকজন নিয়ে এলাকায় মোটরসাইকেল মহড়া দেন।

ঐ এলাকার সাবেক ইউপি সদস্য নান্নু মোল্লা বলেন, মুর্তি রাতে কেবা কাহারা ভেঙ্গে দিয়েছে। এখন আমাকে ও আমার লোকজনকে হয়রানী করার জন্য পায়তারা চালিয়ে আসছে বাসুদেব, ও তার লোকজন। এ ব্যাপরে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, খবর পেয়ে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category