গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালকবৃন্দ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এমদাদুল হক তালুকদার -এর নেতৃত্বে শনিবার (১৫ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে দপ্তরের অন্যান্য পরিচালকবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় গোপালগঞ্জ জেলার (ভারপ্রাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোবিন্দ চন্দ্র সর্দার, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. এ এস এম আব্দুর রাজ্জাক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের সকল পরিচালক বৃন্দের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. এমদাদুল হক তালুকদার বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত