গোপালগঞ্জে শারদীয় দুর্গোৎসব সু্ষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের নিরাপত্তামূলক সভা
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ
Update Time :
শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
৬৮৯
Time View
গোপালগঞ্জে শারদীয় দুর্গোৎসব সু্ষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের নিরাপত্তামূলক সভা
গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপত্তামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম -এর সভাপতিত্বে জেলা পুলিশের সকল কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান। একই সাথে পুলিশের টহল বৃদ্ধি ও সার্বক্ষণিক নজরদারি রাখার জন্য সকল অফিসার ইনচার্জদের দিক-নির্দেশনা প্রদান করেন।
6
গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপত্তামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম -এর সভাপতিত্বে জেলা পুলিশের সকল কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান। একই সাথে পুলিশের টহল বৃদ্ধি ও সার্বক্ষণিক নজরদারি রাখার জন্য সকল অফিসার ইনচার্জদের দিক-নির্দেশনা প্রদান করেন।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।