
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার জিরাবোতে আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত। ১৫ আগস্ট ২০২২ই রোজ সোমবার বিকেল ৩ ঘটিকায় আশুলিয়ার ইয়ারপুর জিরাবো এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী দেওয়ান রাজু আহমেদ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী দেওয়ান রাজু আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম ( পাভেল) উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা ডঃ জাহের আলী, মোঃ সোলেমান, মোঃ আমিল খসরু, মোঃ লুৎফর রহমান, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য নাজমুল হক ইমু ও শিমুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা সাদ্দাম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দে উপস্থিতিতে আলোচনা দোয়া মাহফিল শেষে তোবারক বিতরন এর মধ্যোদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।