বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

মাগুরা ধলফা বগুড়া গ্রামে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে কিশোরীর আঙ্গুল কেটে প্রায় বিচ্ছিন্ন

মাগুরা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২৯৭ Time View
2

মাগুরা সদর থানাধীন ধলফা বগুড়া গ্রামের সৌদি প্রবাসী ওহিদুল ইসলামের কিশোরী মেয়ে নবম শ্রেণী পড়ুয়া মোছাঃ বর্ষা খাতুন (১৫) কে ধারালো অস্ত্র দিয়ে একই গ্রামের মনজুর বিশ্বাস (৩৫) নামের এক সন্ত্রাসী গত ৯ আগস্ট মঙ্গলবার কুপিয়ে তার ডান হাতের একটি আঙ্গুল মারাত্মকভাবে আহত করে দেয়, এতে মেয়েটির আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে।  বর্তমানে মেয়েটি মাগুরা সদর হাসপাতালে ভর্তি অবস্থায় আছে।

ঘটনার বিবরণে জানা যায় , ওহিদুল ইসলাম দীর্ঘ ৫ বছর ধরে সৌদিআরবে অবস্থান করছেন এই সুযোগে তার স্ত্রী তিন কন্যা সন্তানের জননী আছিয়া খাতুন (৩২) কে মনজুর বিশ্বাস দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো।  কিন্তু আছিয়া খাতুন সেই প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি মনজুর বিশ্বাস বিভিন্ন সময়ে আছিয়া খাতুনের দুই শিশু কন্যা ইভা ও রেভা খাতুনকে প্রায়ই উদ্দেশ্যমূলকভাবে মারধর ও অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করতো।

ঘটনার দিন বিকাল ৩ টার দিকে হালকা বৃষ্টি শুরু হলে আসামি মুনজুর বিশ্বাস আস্তে আস্তে আছিয়া খাতুনের গৃহে প্রবেশ করে ও পেছন থেকে অতর্কিত ঝাপটায় ধরে আছিয়া খাতুন চিৎকার করলে আসে পাশের লোকজন জড়ো হয়ে যায় এবং মনজুরকে মারধর করে ও তাকে নিবৃত করে।  কিন্তু দাঙ্গাবাজ মনজুর পরবর্তীতে সাজ্জাদ বিশ্বাস, আলমগীর বিশ্বাস ও রাব্বি বিশ্বাসকে সঙ্গে নিয়ে নিরীহ পরিবারটির উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং এতে মোছাঃ বর্ষা খাতুন মারাত্মক জখম হয়।

বর্ষা জানায়, সামনে আমার পরীক্ষা ডান হাতের আঙ্গুল পরে যাওয়ার মতো অবস্থা, এখন আমি কেমন করে পরীক্ষা দেব?
গত ১০ আগস্ট তারিখে ভুক্তভুগি পরিবারের পক্ষ মাগুরা সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।মাগুরা সদর থানার ওসি জানান, তদন্ত চলছে , তদন্ত শেষ হলে থানায় মামলা গ্রহণ করা হবে |

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category