জাতীয় শোক দিবসের রাষ্ট্রীয় কর্মসূচী সম্পন্ন না হওয়া পর্যন্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ৩ দিনের জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে সংশ্লিষ্ট প্রশাসন।
১৫ আগষ্ট মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স-এ আগামী ১৩-০৮-২০২২ ইং তারিখ হতে ১৫-০৮-২০২২ ইং তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় কর্মসূচী সম্পন্ন না হওয়া পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ থাকিবে।
গত ০৭ আগস্ট গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তার কার্যালয়ে গণ-যোগাযোগ অধিদপ্তরের এ সিদ্ধান্ত গোপালগঞ্জের সকল গণমাধ্যমকর্মী ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের প্রচারের জন্য অবহিত করেন। দিবসটি পালনে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে আন্তরিকভাবে সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত