বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

মাগুরায় ভারতে পাচারের উদ্দেশ্যে ছাত্রী অপহরণ

 মাগুরা সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৯৫ Time View
8

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কোনাক গ্রামের রবিউল মন্ডলের ছেলে রাকিব মন্ডল নামের এক বখাটে মাগুরা শ্রীপুর উপজেলায় ঘাসিয়াড়া গ্রামের আনোয়ার হোসেন আনার পিঁয়াজের ক্ষেতে দিনমজুর হিসেবে কাজ করতে এসে তার একমাত্র মেয়ে পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কিশোরী বন্যা(১৪)কে নানা প্রলোভন দেখিয়ে ও ফুঁসলিয়ে প্রেমেরজালে জড়িয়ে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গত ১৮ জানুয়ারী পালায়ে যায় ।

এরপর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রাকিবকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে, জেল থেকে বের হয়ে প্রতিশোধ পরায়ন বিপথগামী যুবক রাকিব গত ১৩ জুলাই সকাল ১০ টার দিকে পুনরায় দলবলসহ মেয়েটিকে অপহরণ করে | আজ ১৭ দিন ধরে মেয়েকে হারিয়ে মা-বাবা পাগল প্রায়।

খোঁজ নিয়ে দেখা যায় আসামি রাকিব এরআগেও বিভিন্ন জায়গায় একইভাবে অন্য মেয়েদেরকে ভাগিয়ে নিয়ে ভারতে পাচার করেছে বলে লোকমুখে শোনা যায়।

এদিকে এক মাএ মেয়ে হারানোর বেদনায় মেয়েটির কৃষক পিতামাতা মাগুরা জেলা আদালতে একটি অপহরণ মামলা রুজু করেছেন। অপরদিকে আসামি রাকিব দু-একদিনের ভিতরেই মেয়েটিকে ভারতে পাচার করে দেবে বলে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে।

মামলাটির তদন্ত পুলিশ অফিসার এসআই রাকিব জানান “ছয় মাস আগেও একই ঘটনা ঘটেছিল সেবার পুলিশ তৎপর হয়ে আসামিকে তড়িৎ ধরে ফেলে, এবার আসামি ফোন নম্বর ও ঠিকানা বদল করায় ধরতে সমস্যা হচ্ছে, তবে আসামিকে ধরতে আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category