বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

হবিগঞ্জে খোয়াই নদীর পানি দ্রুত বেগে বাড়ছে; আতঙ্কে পৌরবাসী

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৫৮ Time View
2

হবিগঞ্জ পৌর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদী বানের পানি দ্রুত বেগে বাড়ছে।এ জন্য পৌর শহরবাসীর মধ্যে রাতে আতংক ছড়িয়ে পড়েছে।

রোববার (১৯ জুন২২)ইং দিবাগত রাত ১১টা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হবিগঞ্জ খোয়াই নদীর পানি নিয়ে বিভিন্ন জন যাচাই বাছাই ছাড়া ই আতংকিত হয়ে পোস্ট করেন! যাহা গুজবের পরিনিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলি তে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে,বলে প্রচার করা হয়!

এ জন্য নদীর আশপাশের এলাকার মানুষ সতর্ক থাকুন, এমন একটি বিষয় ফেসবুকে প্রচার হতে থাকলে ভয়ে রাত কাটান হবিগঞ্জ পৌরশহরবাসী।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার জানান, তার নেতৃত্বে একটি দল মাছুলিয়া পয়েন্ট এলাকা পরিদর্শন করেছে।

এরপর হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ফেসবুকে তারা জানান, পানি উন্নয়ন বোর্ডের সবাই সারা রাত জেগে বাঁধ মনিটরিং করছে।

ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

বাস্তবে পানি এখনো বিপৎসীমার ৭০ সেন্টিমিটার নিচে দিয়ে দিয়ে প্রবাহিত হচ্ছে।

আশাজনক খবর হচ্ছে, চুনারুঘাটের বাল্লা সীমান্তে পানি ইতিমধ্যেই কমতে শুরু করেছে। শহরের অংশে নদীর পানি দ্রুত নেমে যাবে বলে আশা করছে মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার বলেন, শহরে খোয়াই নদীর প্রধান পয়েন্ট হিসেবে মাছুলিয়াকে ধরা হয়। সেখানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category