নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গ্রাম পুলিশ নিহত
মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধি
Update Time :
সোমবার, ১৩ জুন, ২০২২
৪৯৬
Time View
নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গ্রাম পুলিশ নিহত
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামশা কাজীপুর গ্রামে দক্ষিণ পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান(৫৮) নামের এক গ্রাম পুলিশ নিহত হয়েছে। আজ সোমবার (১৩ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার রামশার কাজীপুর দক্ষিণ পাড়া তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রামশার কাজীপুর গ্ৰামের মৃত দবির উদ্দিনের ছেলে ও ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ২ নং সমস খলসী ওয়ার্ড এর দায়িত্বে নিয়োজিত গ্রাম পুলিশ। এলাকাবাসী জানায়, হাবিবুর রহমান তার নিজ ঘরে বিদ্যুৎ শর্ট সার্কিটে দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
2
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামশা কাজীপুর গ্রামে দক্ষিণ পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান(৫৮) নামের এক গ্রাম পুলিশ নিহত হয়েছে।
আজ সোমবার (১৩ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার রামশার কাজীপুর দক্ষিণ পাড়া তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রামশার কাজীপুর গ্ৰামের মৃত দবির উদ্দিনের ছেলে ও ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ২ নং সমস খলসী ওয়ার্ড এর দায়িত্বে নিয়োজিত গ্রাম পুলিশ।
এলাকাবাসী জানায়, হাবিবুর রহমান তার নিজ ঘরে বিদ্যুৎ শর্ট সার্কিটে দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।